বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬   পৌষ ১৭ ১৪৩২   ১২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২৪

মিলমালিক ও আতপ ধান চাউল ব্যবসায়ী সমিতির সভাপতি হারুন সম্পাদক বাবু

আব্দুল্লাহ আল মামুন, চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশিত: ৫ মার্চ ২০২৩  

চাঁপাইনবাবগঞ্জ জেলা মিল মালিক ও আতপ ধান চাউল ব্যবসায়ী সমিতির সাধারণ সভা শনিবার অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের সন্ধ্যা কমিউনিটি হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি হারুন-অর-রশিদ।
নির্বাচনকালীন সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র ও বিশিষ্ট চাল ব্যবসায়ি মো. মোখলেসুর রহমান।
সভায় ২০২৩-২০২৪ মেয়াদে ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নেতা নির্বাচন করা হয়। কমিটিতে সভাপতি হারুন-অর-রশিদ, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শামসুদ্দিন, সহ-সভাপতি মো. মোখলেসুর রহমান, সাধারণ সম্পাদক মো. মশিউল করিম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মফিজ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এছাড়া সদস্য নির্বাচিত হয়েছেন আব্দুর রাজ্জাক, মোহাম্মদ সরোয়ার জাহান, ওমর ফারুক, বোরহান উদ্দিন সেন্টু, রেজাউল করিম, ইব্রাহিম বাবু, শফিকুল ইসলাম, শামীম আহমেদ, ফারুক আহমেদ, আশরাফুল হক ও আব্দুল মান্নান।

এই বিভাগের আরো খবর